
রাজশাহীর গোদাগাড়ীতে জমিতে সেচের পানি না পাওয়া দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষকের আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি সাখাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ এপ্রিল) ভোররাতে পলাতক এই আসামিকে উপজেলার চব্বিশনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর হিসেবে কর্মরত।
এর আগে, গত ২৩ মার্চ ওই গ্রামের অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি জমিতে বিষপান করে আত্মহত্যা করেন। সেদিনই মারা যান অভিনাথ। এর দুদিন পর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান রবি।
পরিবারের অভিযোগ, জমিতে পানির জন্য তারা ১০-১২ দিন ধরে ঘুরলেও গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন পানি দিচ্ছিলেন না। এর জেরেই চরম হতাশায় আত্মহনন করেন এই দুই কৃষক।
More Stories
৯ মামলায় গ্রেফতারি পরোয়ানা আসামী মন্ত্রী গাজীর সার্বক্ষনিক সহযোগী আন্ডা রফিক -সমালোচনার ঝড় পুরো রূপগঞ্জে
পুলিশের জমি বিক্রি বস্ত্রমন্ত্রীর পৃষ্ঠপোষকের!
নারায়ণগঞ্জের এসপি ও রূপগঞ্জের ওসির উপর অনাস্থা স্বতন্ত্র তিন প্রার্থীর