মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টের উপ-পরিচালক “আবুল হোসেন গাজী”র কর্মদক্ষতা

গৌরনদী উপজেলা, বরিশাল জেলার কৃতি সন্তান আবুল হোসেন গাজী, উপ-পরিচালক (অডিট), বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট (বামুকট্রা), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন।

বামুকট্রা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত, শহিদ পরিবারকে রাষ্টীয় সুযোগ-সুবিধা সংক্রান্ত কার্যক্রমে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন (সূএ-বামুকট্টা)।

এ বিষয়ে জানতে চাইলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন পাহাড়ি, বীর প্রতিক সহ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত, খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুবিধা ভোগীগন জানান যে, বর্তমানে বামুকট্রা হতে প্রদত্ত সেবাসমূহ আরো সহজীকরণ এবং IBAS++, অর্থ মন্ত্রণালয় হতে সরাসরি Electronic funds transfer (EFT) পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক হতে সরাসরি রাষ্ট্রীয় সম্মানি ভাতার অর্থ ভাতাভোগীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হয়।

উক্ত কার্য সম্পাদনে জনাব এ এইচ গাজী বাজেট প্রণয়ন করত: তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্তনালয়ের মাধ্যেম অর্থ বিভাগ,
অর্থ মন্ত্রণালয় হতে ছাড়কৃত রাষ্ট্রীয় সম্মানী ভাতার অর্থ IBAS ++ এর পিএল (PL) হতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যেম স্ব- স্ব ভাতাভোগীর ব্যাক্তিগত ব্যাংক হিসাবে জমা করণের নিমিত্ত IBAS ++ এর টিম লিডার হিসেবে জনাব গাজী ব্যাপক সুনাম অর্জন করেছেন।

তারা আরো জানান যে, রাষ্ট্রীয় সম্মানী ভাতা সংক্রান্ত সকল কার্যক্রমে জনাব আবুল হোসেন গাজী-কে উচ্চ পদে পদায়ন / চলতি দায়িত্ব (কল্ল্যাণ ও গবেষণা বিভাগ, বামুকট্রা) প্রদান করা সময়ের দাবি এবং করা হোক।

তিনি ১৯৮৬ সালের শেষের দিকে গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের “গাজী বংশ” নামে খ্যাত এক মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত করম আলী গাজী, মাতার নাম নিলুফা বেগম।

জনাব আবুল হোসেন গাজীর রয়েছে দীর্ঘ বারো (১২) বছরের বনাট্য কর্মজীবন (সিএ পিরিয়ড সহ)।

তিনি ২০২২ সালে সহকারী প্রধান হিসাব নিরীক্ষক গ্রেড-৬ (উপ- পরিচালক, অডিট) হিসেবে বামুকট্রা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্তণালয়ে যোগাযোগ করেন। পরবর্তীতে উপ- পরিচালক, অডিট এর দায়িত্ব সততা, দক্ষতা, নিষ্ঠার সহিত পালন করায় তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয় মর্মে বামুকট্রা সূত্রে জানা যায়।

এর আগে তিনি দেশীয় ও বহুজাতিক কোম্পানিতে (Multinational companies)
ব্যবস্থাপক- অর্থ , হিসাব, অডিট, আয়কর ও ভ্যাট বিভাগে ছয় (০৬) বছর সফলভাবে দায়িত্ব পালন করেন।

জনাব এ এইচ গাজী ২০১২ সালে সুপরিচিত সিএ ফার্ম আতা খান এন্ড কোং, তে শিক্ষাণবিশ ছাত্র হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে ২০১৩ সালে বহুল রিনাউন্ড সিএ (CA) ফার্ম হুডা ভাসি চৌধুরী এন্ড কোং (Hoda Vasi Chowdhury & Co.) – (Deloitte Thouche Tohmasto Limited এর সাথে affiliated) Chartered Accountant – এ Articled Students / শিক্ষাণবিশ ছাত্র হিসেবে যোগাদান করেন। ২০১৬ সালে সিনিয়র অডিট অফিসার হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন।

হুদা ভাসি – তে থাকাকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক সমূহ, দেশি ও বহুজাতিক কোম্পানির বার্ষিক নিরীক্ষা (Annual Audit) কার্যক্রম সততা, দক্ষতা ও পেশাদারীত্বের সহিত সম্পাদন করেন। বর্তমানে তিনি সিএ প্রফেশনাল লেভেল (২০১৮ সালে সিএ ইন্টার / নলেজ লেভেল পাশ করেন) – এ অধ্যায়নরত।

প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি International Accounting Standard (IAS), International Auditing Standard (IAS), Bangladesh Accounting Standard (BAS),
Bangladesh Auditing Standard (BAS), Bangladesh Bank (BB) audit guidance, International Financial Reporting Standard (IFRSs),
Pubic Procurement Act – (PPA), Public Procurement Rules -(PPR), Income Tax Act -2023, ভ্যাট (VAT), SROs,
সরকারি চাকুরির আইন, বিধি- বিধান বিষয়ে বিভিন্ন মন্তণালয় হতে সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারত ভ্রমন করেন।

তিনি গৌরনদী উপজেলাধীন ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় হতে ২০০২ সালে বাণিজ্য বিভাগ হতে এসএসসি (SSC) এবং সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ হতে বাণিজ্য বিভাগ হতে এইচএসসি (HSC) পরীক্ষার উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা কলেজ, ঢাকা হতে বিবিএস (০৪ বছর মেয়াদি) হিসাব বিজ্ঞান ও এমবিএস- হিসাব বিজ্ঞান পরীক্ষার ১ম শ্রেনীতে উত্তীর্ণ হন।

পারিবারিক জীবনে এক কণ্যা সন্তানের জনক জনাব আবুল হোসেন গাজী এর Spouse জান্নাতুল ফেরদৌস নিশাত (বিবিএ ও এমবিএ- হিসাব বিজ্ঞানে ১ম শ্রেনী)। তার সর্ব কনিষ্ঠ বোন সাবিনা আক্তার (ঢাবি) বিসিএস ৩২ ব্যাচের সদস্য।