আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহর নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদনঃ-

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহর নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার জন্য অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাতে উপজেলা সদরের বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী বাইপাস চৌরাস্তায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন পরিচালনার জন্য আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়।
বাকাল ইউনিয়নের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া-মোনাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও বরিশাল জেলা পরিষদ সাবেক সদস্য এ্যাডঃ রনজিত কুমার সমদ্দার, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি এলিনা জাহিন পুতুল, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।