ইন্দুরকানীতে খাতিনে জান্নাত মহিলা মাদ্রাসার হিফজ সমাপনী অনুষ্ঠান

  • পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে খাতিনে জান্নাত মহিলা মাদ্রাসা ও হিফজখানা’র হিফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চৌরাস্তা সংলগ্ন খাতিনে জান্নাত মহিলা মাদ্রাসা ও হিফজখানায় এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সমাজসেবক ফজলুর রহমান এর সভাপতিত্বে ও মাদ্রাসা পরিচালক মাওঃ হাবিবুল্লাহ এর সঞ্চালনায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ সাইফুল্লাহ, বিশেষ অতিথি ইউপি সদস্য মজনু হোসেন রনি, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ সাইফুল ইসলাম, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী প্রমুখ।

অনুষ্ঠান শেষে কোরআন খতম করা ছাত্রীদের কে সমাপ্তি ঘোষণা করা হয়। পরে একই মাদ্রাসার পরিচালনায় মারকাজুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়।