
বরণীয় আবৃত্তিশিল্পী হাসান আরিফ না ফেরার দেশে চলে গেলেন। আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয় বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস জানান।
গোলাম কুদ্দুস গণমাধ্যমকে জানান “কয়েক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন হাসান আরিফ। তার মরদেহ এখনও হাসপাতালে। দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।”
তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন। তার এই মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
More Stories
উজিরপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ
উজিরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লার বোনের মৃত্যু
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত তিন