বীর মুক্তিযোদ্ধা বাবুল আহম্মেদের স্ত্রী শাহিদা আহম্মেদ আর নেই

নিজস্ব প্রতিবেদনঃ-

বীর মুক্তিযোদ্ধা বাবুল আহম্মেদের স্ত্রী, উপজেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান রাব্বির মাতা ও আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি সরদার হারুন রানার শ্বাশুরী শাহিদা আহম্মেদ (৬৫) দীর্ঘদিন রোগে ভুগে বুধবার সকাল আটটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি—-রাজেউন)।মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। মরহুমার নিজ বাড়ি উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে বুধবার বাদ আছর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত ও প্রেস ক্লাবের সদস্যরা এবং দৈনিক আজকের খবর পত্রিকার প্রকাশক মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।