গৌরনদীতে আন্তজার্তিক মানবাধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদনঃ-

১০ ডিসেম্বর আন্তজার্তিক মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে বরিশালের গৌরনদী আন্তজার্তিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চাই এই শ্লোগানে আন্তজার্তিক মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে রবিবার সকালে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুন এর সঞ্চালনায়। বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম এস আই মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা,খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, উপজেলা প্রেসক্লবের সহসভাপতি ডাঃ মণীষ বিশ্বাস, উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের কোষাদক্ষ্য হাসান মাহমুদ, ৭১ টিভির গৌরনদী প্রতিনিধি মোঃ লিটন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেল্লাল, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিন, সম্পাদক মোঃ লিটন খান, জাতীয় মানবাধিকার ইউনিটির বরিশাল জেলা কমিটির শ্রমবিষয়ক সম্পাদক মোঃ বাবুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবাইদুর রহমান প্রমুখ।।