
বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
উজিরপুর প্রতিনিধিঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল বুধবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের কর্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সেরনিয়াবাত, বাবু অশোক কুমার হাওলাদার, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাহীন হোসেন, বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন হিমু ,কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃ সালাম হাওলাদার, ছাত্রলীগের সভাপতি বাবু অসিম ঘরামী, মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
More Stories
উজিরপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ
উজিরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লার বোনের মৃত্যু
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত তিন