উ‌জিরপু‌রে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প-২০২৪ উদ্বোধন করলেন এমপি কম‌রেড রা‌শেদ খান মেনন।

Oplus_131072

১৫ এপ্রিল সোমবার সকাল ১০টায় উপজেলার হ‌স্তিশুন্ড-‌মোড়াকাঠ‌ী (এইচ.এম.) মাধ‌্যমিক বিদ‌্যাল‌য় প্রাঙ্গ‌নে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্পের উদ্বোধন করেন ব‌রিশাল-২ আসনের সংসদ সদস্য কম‌রেড রা‌শেদ খান মেনন।

হ‌স্তিশুন্ড-‌মোড়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং ক‌মি‌টির সভাপ‌তি মোঃ মামুনুর র‌শিদ তালুকদা‌রের সভাপ‌তি‌ত্বে এবং ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য, উপ‌জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনষ্ঠা‌নে প্রধান অ‌তিথী হিসা‌বে বক্তব‌্য রা‌খেন ব‌রিশাল-০২ (উ‌জিরপুর-বানাড়ী পাড়া) আস‌নের মাননীয় সংসদ সদস‌্য কম‌রেড রা‌শেদ খান মেনন। আ‌রও বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম. জামাল হো‌সেন, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন বেপারী, বাংলা‌দেশ স‌চিবাল‌য়ের সহকারী স‌চিব মোসাম্মৎ রোজি আক্তার,হ‌স্তিশুন্ড-‌মোড়াকাঠী মাধ‌্যমিক বিদ‌্যাল‌য় ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সা‌বেক সভাপ‌তি, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ও সার্জারী বিভা‌গের সহকারী অধ‌্যাপক ডাঃ মোঃ আবু বকর আকন, বামরাইল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ইউছুব হাওলাদার, ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মুহাম্মদ ম‌নিরুল ইসলাম। এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আ‌জিজুল হক সিকদার, ত্রান ও সমাজ কল‌্যান সম্পাদক মোঃ মিজানুর রহমান ক‌বির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম‌্যান সীমা রানী শীলসহ এলাকার সু‌ধী বৃন্দ, বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস‌্য, শিক্ষক, অ‌ভিভাবক ও ছাত্র-ছাত্রী সহ আওয়ামী লী‌গ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতৃবৃন্দ।