উ‌জিরপুর উপ‌জেলা আওয়ামী লী‌গ ও সহ‌যোগী সংগঠ‌নের উ‌দ্যো‌গে মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রি‌পোর্টারঃ
ব‌রিশা‌লের উ‌জিরপুর উপ‌জেলা আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের উ‌দ্যো‌গে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮ ঘ‌টিকায় উপজেলা আওয়ামী লী‌গের কার্যালয় প্রাঙ্গ‌নে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে পুষ্পার্ঘ্য অর্পন ক‌রেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।পরে বর্ণাঢ্য র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
পরে সকাল ১০টায় উপজেলা কার্যাল‌য়ে উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি এসএম জামাল হো‌সে‌নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওমী লীগের সাধারণ সম্পাদক ও পৌর ময়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, সহ-সভাপ‌তি ও উপ‌জেলা চেয়ারম‌্যান আব্দুল ম‌জিদ সিকদার বাচ্চু, সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান মোঃ হা‌ফিজুর রহমান ইকবালসহ আওয়ামী ল‌ীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতৃবৃন্দ। এ সময় সকল ইউ‌নিয়ন আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের সভাপ‌তি ও সাধারন সম্পাদকসহ বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।