
বিয়ের একটি মাইক্রোবাস খাদে পড়ে ভারতে কাশ্মীরে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ শুক্রবার ১ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড।
ভারতের সংবাদমাধ্যমে জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বৃহস্পতিবার কাশ্মীরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজের দুর্গম এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও তিনজন। গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় জেলাশাসক জানিয়েছেন, আহত এবং মৃত ব্যক্তিদের নিকটাত্মীয়দের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
More Stories
গৌরনদীতে আন্তজার্তিক মানবাধিকার দিবস পালিত
দুর্নীতির বিরুদ্ধে দেশ গড়ার শপথ নিয়ে আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
১১টায় ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন পিটার হাস