উ‌জিরপুর উপজেলা ও পৌর রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দের ব‌রিশাল-২ আস‌নের এম‌পি,উপ‌জেলা নির্বাহী অফিসার,উপ‌জেলা চেয়ারম‌্যান ও পৌর মেয়রসহ ফুলেল শুভেচ্ছা।

স্টাফ রি‌পোর্টারঃ বরিশালের উ‌জিরপু‌রে (১৯ মার্চ) মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উ‌জিরপুর উপজেলা ও পৌর রিপোটার্স ইউনিটি ২০২৪ সালের নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ব‌রিশাল-২ আস‌নের সংসদ সদস‌্য কম‌রেড রা‌শেদ খান মেনন,উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাখাওয়াত হো‌সেন‌,উপ‌জেলা চেয়ারম‌্যান ও উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি জনাব আব্দুল ম‌জিদ সিকদার বাচ্চু, উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি জনাব এস এম জামাল হো‌সেন,পৌর মেয়র ও উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক জনাব মোঃ গিয়াস উদ্দীন বেপারীকে ফুলেল শুভেচ্ছা প্রদান ক‌রেন।
সক‌লে সাংবাদিকদের উদ্দেশ্যে লেখনির মাধ্যমে দেশ ও জাতীর উন্নয়নে কাজ করার সু-পরামর্শ দেন। বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য এ বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকার কথাও উল্লেখ করেন তাহারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সভাপতি এসএম আউয়াল খান, ‌সহ-সভাপতি মুহাম্মদ ম‌নিরুল ইসলাম ,মোঃ আল-আ‌মিন সরদার,মোঃ আশ্রাফুল হো‌সেন সা‌ব্বির, সাধারন সম্পাদক মোঃ জা‌লিছ মাহামুদ শাওন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মামুন খন্দকার,মোঃ জিয়াউল ক‌রিম,কোষাধ‌্যক্ষ সরদার মাঈনুল,দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ আহ‌মেদ সবুজ,সহ-দপ্তর সম্পাদক সাইমুন সের‌নিয়াবাত,ক্রীড়া সম্পাদক মোঃ রা‌সেল খান,প্রচার সম্পাদক মোঃ জুলমাত হো‌সেন,সহ-প্রচার সম্পাদক আঃ ছোবাহান হাওলাদার,কার্যক‌রি সদস‌্য মোঃ স‌ফিকুল আলম ক‌রিম খান,শ‌্যামল মজুমদার ও আল মাহমুদ মিলন,আ‌মিনুল ইসলাম সা‌কিল প্রমুখ।